Skip to main content

The Banker(2020)- Movie Review


If your vision is your mission, then your business is a movement. This pretty much summarizes the whole movie.

Key tags: Racism, Real Estate, Business, Finance, Banking, Social Movement, Decision Making

Takeaways:

1. Anyone can climb the social ladder but some social constructions hold back some people.

2. Morality is not legality. Just because some people think something is right or wrong, doesn't make that thing legal or illegal.

3. Life is not a race, it's a playground. You cooperate with those who have common goals to outmaneuver those who reject them.

4. Hard work pays off. There is no shortcut in building personality and character-it is a life long accumulation.

5. Good relationships support you in your potential endeavor whereas bad ones try to take advantage of you.

6. Fake it till you make it- is a shallow but mostly pragmatic rule. But for long term planning, authenticity is the real deal.

Opinion:

Good movie but mostly a dopamine rush. Has good character build up but less pitfalls faced by them, until the very end. As a historical biopic it js somewhat polished therefore, less hiccups in every turn. One month training to be a amature golfer and financial analyst is unreal but gets the story going.

Closing:

Enjoyable. Little less preachy compared to movies with similar casting and theme.


Rating: 6/10

Comments

Popular posts from this blog

The feeling of a feeling.

It's a common sight that two people meet and live together. Such a common thing, yet we each experience it differently and personally. Two strangers from different backgrounds unite as one. But are we really strangers? The feeling of love, or its absence, is the same in all of us. When we feel it, we know we're feeling something that is not just some made-up words but something inherently woven deep inside every single being. That's love and life. We living beings are tied together with the string of love. Even past our death, love keeps us tied. We live in the memories of our loved ones. Not even death can tear us apart; that's how strong that string is. Some things can be sensed, and we can mostly describe them through our language. But there is something that can only be experienced through memories, memories of something that may have never happened. Still, we feel it had always been happening. We push this feeling away, trying to evade it. But how can we pull the s...

আমার খোঁজ

আমার খোঁজ আমায় খুঁজে পাবে—  তারাদের মাঝে। রজনীগন্ধ্যায়— শরতের সাঁঝে। আমায় খুঁজে পাবে—  খো লা জানালায়। সাগরপারে— দখিনা হাওয়ায়। আমায় খুঁজে পাবে—  ক ল্লোল কলরবে। ধ্বংস্তুপে— নিষ্পেষিত ভৈরবে। আমায় খুঁজে পাবে— স্রষ্টার  হাতে। মৃত্তিকায়— সৃষ্টির সাথে। আমায় খুঁজে পাবে—  সময়ের শেষে। পুণর্মিলনে— স্মৃতির বেশে। আমায় খুঁজে পাবে—  এক বাক্যে। সর্বত্র— পঠিত কাব্যে। কোথায় পাবে না আমায়— খুঁজতে যদি যাও? চোখ মেলে চাও, যদি চোখ মেলতে চাও। - Mr. Ahmed 26.05.25

কুষ্টিয়া, গাঁজা ও মহাজন

কুষ্টিয়া কেন গাঁজার জন্য বিখ্যাত সেটা যতটুকু না বোধগম্য তার চেয়ে বেশি দৃশ্যমান হলো বিখ্যাত কিছু লোকজন (সাধু-সন্ন্যাসী, কবি) কেন এখান থেকে বের হয়েছিল। কুষ্টিয়ায়  মারাত্মক শীত পরে এর কোনো সন্দেহ নাই। এবার নিজেকে এক শতক আগে কুষ্টিয়ার একজন বাসিন্দা হিসেবে কল্পনা করুন। হার-কাঁপানো এই ঠান্ডায় আপনার নিজের দেহ ও মন গরম রাখার উত্তম এবং অতি প্রাকৃতিক উপায় হলো গঞ্জিকা সেবন, যা এখানে প্রতুল। এখন, গাঁজা হলো এক বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন অতি উপাদেয় অখাদ্য। এর শারীরিক উপকার-অপকার আমার আলোচ্য নয়; কেননা এ বিষয়ে যারা জানে না, তারা জানার ভান করে আর যে জানে, সে না জানার ভান করে। তাই আসি মানসিক অঞ্চলে। গাঁজার মানসিক যেই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেটি সৃজনশীলভাবে বিধ্বংসী। মানে এটি আপনাকে নতুন নতুনভাবে নিজেকে বিলিয়ে দেওয়ার উপায় বাতলে দিবে। উদাহরণস্বরূপ আমি লালন শাহকেই টেনে আনি( যদিও লোকটি মৃত, তার মুরিদরা এখন জীবিতদের থেকে তাকে বেশি সমীহ করে)। কনকনে শীতে শরীর গরম রাখতে গিয়ে উনি না হয় নিছক দুই এক দফা গাঁজা খেয়ে নিলেন। শরীর গরম হলো, বেশ, পয়সা উসুল। কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া উসুল হয় যখন উন...