Skip to main content

আমার খোঁজ


আমার খোঁজ


আমায় খুঁজে পাবে— তারাদের মাঝে।
রজনীগন্ধ্যায়—
শরতের সাঁঝে।
আমায় খুঁজে পাবে— খোলা জানালায়।
সাগরপারে—
দখিনা হাওয়ায়।
আমায় খুঁজে পাবে— ল্লোল কলরবে।
ধ্বংস্তুপে—
নিষ্পেষিত ভৈরবে।
আমায় খুঁজে পাবে— স্রষ্টার হাতে।
মৃত্তিকায়—
সৃষ্টির সাথে।
আমায় খুঁজে পাবে— সময়ের শেষে।
পুণর্মিলনে—
স্মৃতির বেশে।
আমায় খুঁজে পাবে— এক বাক্যে।
সর্বত্র—
পঠিত কাব্যে।

কোথায় পাবে না আমায়—
খুঁজতে যদি যাও?
চোখ মেলে চাও,
যদি চোখ মেলতে চাও।



- Mr. Ahmed

26.05.25


Comments

Post a Comment