স্বপ্নের চাদরে মোড়ানো আমাদের এই মরুভূমি।
কিছু স্বপ্ন রঙিন গোলাপ হয়ে ফোটো।
কিছু স্বপ্ন কাটাভরা ক্যাক্টাস,
কিছু স্বপ্ন সুভাস ছড়ায় বেলি ফুলের।
কিছু স্বপ্ন শুধুই দীর্ঘ নিশ্বাস।
কিছু স্বপ্ন চাঁদকে হাতে এনে দিতে পারে।
কিছু স্বপ্ন নিয়ে যায় চাঁদের পাহাড়ে।
কিছু স্বপ্ন ঘড়িকে ছুটায় সারাক্ষণ,
কিছু স্বপ্ন শুধুই কালক্ষেপণ।
স্বপ্নের উঠানে খেলা করে ছোট্ট ছেলের দল।
স্বপ্ন নিয়ে খেলে দুষ্টু-মিষ্টি সকল।
22.12.24
- Mr. Ahmed
Comments
Post a Comment