Skip to main content

Posts

Showing posts from December, 2024

স্বপ্নের কথা

  স্বপ্নের চাদরে মোড়ানো আমাদের এই মরুভূমি। কিছু স্বপ্ন রঙিন গোলাপ হয়ে ফোটো। কিছু স্বপ্ন কাটাভরা ক্যাক্টাস, কিছু স্বপ্ন সুভাস ছড়ায় বেলি ফুলের। কিছু স্বপ্ন শুধুই দীর্ঘ নিশ্বাস। কিছু স্বপ্ন চাঁদকে হাতে এনে দিতে পারে। কিছু স্বপ্ন নিয়ে যায় চাঁদের পাহাড়ে। কিছু স্বপ্ন ঘড়িকে ছুটায় সারাক্ষণ, কিছু স্বপ্ন শুধুই কালক্ষেপণ। স্বপ্নের উঠানে খেলা করে ছোট্ট ছেলের দল। স্বপ্ন নিয়ে খেলে দুষ্টু-মিষ্টি সকল। 22.12.24 - Mr. Ahmed

Listening harmonic noises.

 "If I die young, bury me in satin. Lay me down on a bed of roses. Sink me in the river at dawn. Send me away with the words of a love song." These are lines sung by The Band Perry reminding me of some of the elements of life and death. To be covered in satin with care after my demise might be a luxury, but it's not too much to ask. Roses are a signature of you being loved even after your death. And a rose never truly dies; the remembrance that you received a rose once, makes the rose immortal in your memory. What about the love song? Why a song? Humans sing. We sing in our leisure, about our leisure. We sing when we are busy, about our busyness. A song can be an expression of the relationship with our work and our mind. Action and its reaction can be sensual in this sense. Ever wondered what music and songs really are? The language I speak was mainly acquired from the sounds I heard during my growing up. Some sounds were considered words, some mere noises. Yet, some nois...

The feeling of a feeling.

It's a common sight that two people meet and live together. Such a common thing, yet we each experience it differently and personally. Two strangers from different backgrounds unite as one. But are we really strangers? The feeling of love, or its absence, is the same in all of us. When we feel it, we know we're feeling something that is not just some made-up words but something inherently woven deep inside every single being. That's love and life. We living beings are tied together with the string of love. Even past our death, love keeps us tied. We live in the memories of our loved ones. Not even death can tear us apart; that's how strong that string is. Some things can be sensed, and we can mostly describe them through our language. But there is something that can only be experienced through memories, memories of something that may have never happened. Still, we feel it had always been happening. We push this feeling away, trying to evade it. But how can we pull the s...

কুষ্টিয়া, গাঁজা ও মহাজন

কুষ্টিয়া কেন গাঁজার জন্য বিখ্যাত সেটা যতটুকু না বোধগম্য তার চেয়ে বেশি দৃশ্যমান হলো বিখ্যাত কিছু লোকজন (সাধু-সন্ন্যাসী, কবি) কেন এখান থেকে বের হয়েছিল। কুষ্টিয়ায়  মারাত্মক শীত পরে এর কোনো সন্দেহ নাই। এবার নিজেকে এক শতক আগে কুষ্টিয়ার একজন বাসিন্দা হিসেবে কল্পনা করুন। হার-কাঁপানো এই ঠান্ডায় আপনার নিজের দেহ ও মন গরম রাখার উত্তম এবং অতি প্রাকৃতিক উপায় হলো গঞ্জিকা সেবন, যা এখানে প্রতুল। এখন, গাঁজা হলো এক বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন অতি উপাদেয় অখাদ্য। এর শারীরিক উপকার-অপকার আমার আলোচ্য নয়; কেননা এ বিষয়ে যারা জানে না, তারা জানার ভান করে আর যে জানে, সে না জানার ভান করে। তাই আসি মানসিক অঞ্চলে। গাঁজার মানসিক যেই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেটি সৃজনশীলভাবে বিধ্বংসী। মানে এটি আপনাকে নতুন নতুনভাবে নিজেকে বিলিয়ে দেওয়ার উপায় বাতলে দিবে। উদাহরণস্বরূপ আমি লালন শাহকেই টেনে আনি( যদিও লোকটি মৃত, তার মুরিদরা এখন জীবিতদের থেকে তাকে বেশি সমীহ করে)। কনকনে শীতে শরীর গরম রাখতে গিয়ে উনি না হয় নিছক দুই এক দফা গাঁজা খেয়ে নিলেন। শরীর গরম হলো, বেশ, পয়সা উসুল। কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া উসুল হয় যখন উন...